পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা


শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 08-02-2022

পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণে বিজয়ী হলেন যারা

নওগাঁর পত্নীতলা উপজেলার চার ইউপির পাঁচটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আ'লীগের দু'জন এবং স্বতন্ত্র দু'জন প্রার্থী।

ঘোষনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন। আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী (স্বতন্ত্র) আনারস প্রতীকে চার হাজার ৫১৭ ভোট পেয়েছেন। 

পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান বলেন পুনঃভোট সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে ৪টি ইউপির মোট ৫টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে পত্নীতলা উপজেলা নির্বাচন কমিশন। স্থগিত রাখা সেসকল ইউপিতে সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হয় ।

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]