৫০ শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ২০ নভেম্বর


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 14-11-2022

৫০ শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ২০ নভেম্বর

অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) ৫০টি শিল্পকারখানা, প্রকল্প ও অন্যান্য অবকাঠামো আগামী ২০ নভেম্বর উদ্বোধন করা হবে। স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এসব শিল্প ও অবকাঠামোর উদ্বোধন করবেন।বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৬ অক্টোবর এই উদ্বোধন করার কথা থাকলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে তা পিছেয়ে যায়।

উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ৪টিসহ মোট ১৪টি বাণিজ্যিক শিল্পকারখানা। এ ছাড়া ২৯টি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু শিল্পনগর, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন, বিএসএমএসএন-এর ২০ কিলোমিটার দীর্ঘ শেখ হাসিনা সরণি, ২৩০ কেভি গ্রিডলাইন এবং সাবস্টেশন, বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহের জন্য ৫০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]