যুক্তরাষ্ট্রের শিকাগোতে চলছে ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে ‘সেরার’ পুরস্কার জিতেছে অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। উৎসবের ৩৯তম আসরের সেরা পুরস্কার ‘বেস্ট অব ফেস্ট’ জিতেছে বাংলাদেশি চলচ্চিত্রটি।
৮-১০ বছর এবং ১১-১৪ বছরের দুটো ক্যাটাগরিতে আয়োজিত হয় ‘শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’। দ্বিতীয় ক্যাটাগরিতে অংশ নেয় ‘রিকশা গার্ল’। এবারের উৎসবে ৫৪টি দেশের ৩০৪টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। এর মধ্যে জুরি বোর্ডের বিচারে ৬৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে পুরো তালিকা প্রকাশ করে উৎসব কমিটি।
রিকশা গার্ল’ চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে অভিনয় করেন মোমেনা চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়াসহ অনেকেই।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি বানিয়েছেন অমিতাভ রেজা চৌধুরী।