যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অ্যারিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি। ফলে ডেমোক্র্যাটিক পার্টির ঘরে এখন ৪৯টি আসন। রাজ্যটিতে প্রত্যাশিত জয়ে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার আরও কাছাকাছি চলে গেলো ক্ষমতাসীনরা। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকানদের ঘরে ৪৯টি আসন। ডেমোক্র্যাটদেরও ৪৯। ১০০ আসনের সিনেটের নিয়ন্ত্রণ পেতে ৫১ আসন লাগবে।
বিবিসি বলছে, জর্জিয়ায় সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বের দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচেনের ভোট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোট গ্রহণের পর ডেমোক্র্যাটিক প্রার্থী মার্ক কেলি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ব্লেক মাস্টর্সকে পরাজিত করেন। এই আসনটির দিকে তাকিয়ে ছিল প্রেসিডেন্ট বাইডেনের দল। এখন শুধু নেভেদা ও জর্জিয়ার ফল বাকি আছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিনেটের নিয়ন্ত্রণে বাইডেনদের দখলে যাচ্ছে।
এদিকে এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতেই থাকছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটিকরা জয় পেয়েছে ২০৩টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।
প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যেতে পারে। দলটি আশা করছে এর ফলে তারা বাইডেনের অগ্রাধিকারমূলক প্রকল্পে বাধা দিতে সক্ষম হবে। কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানরা নিতে পারে তাহলে তারা চাইলে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতা আটকে দিতে পারবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, একেবারে আটকে হয়ত দেবে না রিপাবলিকানরা। হয়ত সহযোগিতার প্রবাহ হবে একটু ধীরগতির।