গাবতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন


আল আমিন মন্ডল (বগুড়া) , আপডেট করা হয়েছে : 09-11-2022

গাবতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ১দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। এরপর আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রওনক জাহানের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

মেলা উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা।

সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরদার, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, পরিসংখ্যান কর্মকর্তা জান্নাতুল মাওয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক আহসান হাবিব রাসেল, ভেটেরিনারী সার্জন ডাঃ শাহিনুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা আক্তার, সোনালী ব্যাংক ম্যানেজার রওশন আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাআব্দুর রাজ্জাক, আশরাফ আলী, আক্তার বানু, ইদ্রিস আলী, খোরশেদা নাসরিন, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, শহীদুল ইসলাম বাবু, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, সহকারী যুবউন্নয়ন কর্তকর্তা অমরেশ দাস, এসআই হাফিজ প্রমূখ। বেলা ৪টায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]