দিনাজপুরের হিলিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাদ (২৩) নামে এক মুড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাতে হিলি খাসমহল হাটে এ দুর্ঘটনা ঘটে।
আহাদ হাকিমপুর উপজেলার মালেপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি এক যুগ ধরে হিলি বাজারে মুড়ির ব্যবসা করে আসছিলেন। গত তিন মাস আগে বিয়ে করেন আহাদ।
স্থানীয় দোকানদাররা জানান, মুড়ির দোকানদার আহাদ দীর্ঘদিন ধরে বাংলায় হিলি খাসমহলহাটে মুড়ির ব্যবসা করে আসছিলেন। কিছুদিন থেকে বিড়াল ও ইঁদুরে তার দোকানে মালামালের ক্ষতি করছিল।
বিভিন্নভাবে ওষুধ দিয়েও কোনো পরিত্রাণ না পেয়ে অবশেষে বিদ্যুতের তার দিয়ে একটি ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন তিনি।
সোমবার রাতে লাইন দেয়ার সময় অসাবধানতায় তিনি ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় দোকানদাররা গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মশিউর রহমান বলেন, রাত ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্টের এক রোগীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা থানা পুলিশকে খবর দেই।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সায়েম মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।