মাদারীপুরে শিবচরে উপজেলায় মিনারা আক্তার (২৪) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
সোমবার স্বাস্থ্য কলোনীর পৌর সভার ৪ নং ওয়ার্ডের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে
জানা যায় "বহেরাতলা ইউনিয়নের যাদিয়ারচর মোঃ হাবিবুর বেপারীর ছোট মেয়ে মিনারা আক্তারের গত চার বছর আগে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলা সেনের চর ইউনিয়নে মোল্লা কান্দি এলাকার মাসুদ মোল্লা সাথে বিবাহ্ হয়।
তবে চার বছরের দাম্পত্য জিবনে তাদের কোন সন্তান হয়নি।
মিনারা ও মাসুদ দম্পতি, গত দুইদিন ধরে মাসুদ মোল্লা নিজের গ্রামের বাড়িতে গেলে বাড়িতে দরজা বন্ধ রাখে মিনারা আক্তার।
সোমবার সকালে স্থানীয়রা ওই বাসার পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখতে পায় মিনারা নিজ রুমের গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছে।
পরে পেয়ে ঘটনাস্থনে শিবচর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশে পাশে থাকা আলমারির উপর অ্যান্ড্রয়েড মোবাইল কথা বলা অবস্থায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ খবর পেয় মিনারার পরিবার এসে দেখে মিনারা নিজ রুমে দরজা বন্ধ করে ভিতরে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোঃ মিরাজ হোসেন বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিনারা আক্তার নামের এক গৃহবধুর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
রাজশাহীর সময় / এম জি