চাকরি হারিয়ে ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-11-2022

চাকরি হারিয়ে ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা

চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় দিনাজপুর বিএডিসিতে কর্মরত নাম হাফিজুর রহমান (২৮) নামে এক স্টোর কিপার ট্রেনে নিচে লাফিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পাশ্ববর্তী কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া পাকুরতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের কনিষ্ঠ পুত্র।

শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর রেলসেতুর কাছে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কেটে নিহত হন।

নিহতের স্বজনরা জানান, দিনাজপুর বিএডিসিতে স্টোর কিপার হিসেবে কর্মরত হাফিজুর রহমান ১১ লক্ষ টাকার হিসাব না মেলায় সম্প্রতি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়। এই টাকা জমা দেওয়ার জন্য গত শনিবার তিনি বাড়িতে এসে পরিবারের কাছে ১১ লক্ষ টাকা সংগ্রহ করে চাইলে স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে কাউকে না জানিয়ে রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। 

রোববার সকালে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের লালমনিরহাট-সান্তাহার রেলপথের হিয়াতপুর সেতুর উত্তর দিকের রেল লাইনের ওপর খণ্ড-খণ্ড লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। স্বজনরা এসে তার লাশ সনাক্ত করে। 

পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এক বছর বয়সী এক শিশুকন্যার জনক হাফিজুর রহমান চাকরি থেকে সাময়িক বরখাস্তের কারণে আত্মহত্যা করেছেন।

রোববার দুপুরে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস ট্রেনে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]