চার মাসের বেশি সময় ধরে দেশের শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। গত সেপ্টেম্বরে তাদের পুরনো সিম বিক্রির অনুমতি দিলেও আজ সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, প্রতিষ্ঠানটি এখন থেকে নতুন-পুরনো কোনো সিমই আর বিক্রি করতে পারবে না।
রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
বিটিআরসি চেয়্যারমান জানান, নিষেধাজ্ঞার পর গ্রামীণফোনের ৩৪ লাখ গ্রাহক কমেছে। তবে বাজারে তাদের চাহিদা আছে। গত সেপ্টেম্বরে বিটিআরসি গ্রামীণফোনকে পুরোনো সিম বিক্রির যে অনুমতি দিয়েছিল, সেটা আজ আবার প্রত্যাহার করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।