নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মন্টু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দুপুরের দিকে নিখোঁজ হওয়ায় তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অভিযান চালিয়ে ব্যার্থ হলে রোববার সকালে ডুবুরি দল অভিযানে নেমে নদের দহ থেকে তার লাশ উদ্ধার করে। মন্টু মিয়া উপজেলার নন্দীকুজা গ্রামের নজির আলীর জামাতা। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন থেকে শ্বশুরের এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। নিখোঁজের শ্যালক রব্বেস আলী বলেন, দুপুরের দিকে নন্দীকুজা এলাকায় বড়াল নদে গোসল করতে যান তিনি। এরপর থেকে নিখোঁজ হন।
এ ব্যাপারে দয়ারামপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মঞ্জুরুল আলম বলেন, অসুস্থ ও বয়স্ক হওয়ায় ধারনা করা হচ্ছে বৃদ্ধ মন্টু মিয়া গোসল করতে গিয়ে নদের পানিতে তলিয়ে যান। তার লাশ তাদের ও ডুবুরি দলের যৌথ অভিযানে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।