সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শনিবার (৫ অক্টোবর) বিকাল পোনে ৪টায় সলঙ্গা থানাধীন ধোপাকান্দিস্থ ফুট ভিলেজ হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- বি-বাড়িয়া জেলার কসবা থানাধীন মন্দভাগ নোয়াপাড়া গ্রামের মোঃ আঃ হামিদ মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৩৫) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানাধীন দক্ষিণ শশীদল গ্রামের -মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ পারভেজ মোশারফ বাকী (২২)।
র্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দিস্থ ফুট ভিলেজ হোটেলের সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং নগদ ৪,৪৫০/- টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।