গানেই এখন বেশি মনযোগী হবে তাহসান


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 02-11-2022

গানেই এখন বেশি মনযোগী হবে তাহসান

অভিনয় বা সঙ্গীত দুটোতেই সমান জনপ্রিয় আর দর্শক চাহিদার তারকা আমাদের দেশে খুবই কম। নিজের ব্র্যান্ডভ্যালু বলি আর তারকা ইমেজ। সে বিষয়ে দারুণ সচেতন তাহসান। সম্প্রতি তার একটি নতুন গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘সেই তুমি কে?’ যদিও কেউ কেউ বলছেন এটি বিজ্ঞাপনচিত্র। কিন্তু আলাদা ভাবে তাহসান তার শ্রোতা দর্শকদের কাছে নিজস্ব দারুণ স্বাদের একটি গান দিয়েছেন। আর সাথে চমৎকার ভিডিওচিত্র। ভিডিওচিত্রে ব্র্যান্ড প্রমোশন রয়েছে ঠিকই তবে তার পরিমিতিবোধের সৌন্দর্যই তাহসানের গানকে আরো দারুণ করে তুলেছে।

দুই বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন তাহসান। সেখানে জিঙ্গেল আকারে কিছু লাইনও গেয়েছিলেন তিনি। ‘কোনো এক ভোরে/ ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখবো/ সেই তুমি কে’ লাইনগুলো তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল।

সেই লাইনগুলোকে এবার পূর্ণাঙ্গ আকার দিয়ে ‘সেই তুমি কে’ শিরোনামের গান নিয়ে আসছেন তাহসান। গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন তিনি। গানটি সোমবার (৩১ অক্টোবর) প্রকাশ পায়। 

গানের প্রসঙ্গে তাহসান বলেন, ‘সেই তুমি কে’ নিয়ে প্রায় তিন বছর কাজ করেছি। আগেই কাজটি করার কথা ছিল। কিন্তু করোনার কারনে পিছিয়ে যায়, অবশেষে কাজটি শেষ করতে পেরেছি। গানটি লেখা আমার। সুর করেছি আমি আর সাজিদ সরকার। সংগীতায়োজন করেছেন সাজিদ। ‘সেই তুমি কে’ গানের কথা লেখার পেছনের গল্প জানিয়েছেন তাহসান। তিনি বলেন, একটা সময় গান লিখতাম নিজের জন্য। পরে মানুষের কাছ থেকে প্রত্যাশা আসতে থাকে তখন শ্রোতাদের জন্য লিখতে থাকি। এতো বছর পর আবার মনে হলো, নিজের জন্য কিছু গান লিখতে চাই। ‘সেই তুমি কে’ গানটি একেবারেই আমার নিজের জন্য লেখা। গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবে- এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা। গানটি ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে। 

এ প্রসঙ্গে তাহসান বলেন, দুই মাস আগে সেই তুমি কে— গানের ভিডিওর শুটিং করেছিলাম। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। শুটিংয়ের সময় ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছিলাম। সেগুলো দেখে অনেকেই আশ্চর্য হয়েছিল, কক্সবাজারে এত সুন্দর জায়গা আছে! আর গানের কথার সঙ্গে মিল রেখেই আমরা ভিডিওটি করেছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে। দর্শক-শ্রোতারা দেখলেই বুঝতে পারবেন। একটি নতুন গান প্রকাশ হলে অনেকেই তার ভিউয়ের হিসেব কষতে বসতে যান। কেউ কেউ এই সংখ্যা মিলিয়ে হিটের তকমা জুড়ে দেন। তবে এই চিন্তার পুরো উল্টো ভাবেন তাহসান।  এই গায়ক বলেন, গান বেঁচে থাকে স্টেজে। এখন এমন যুগ, যেখানে মানুষ গান বিচার করে মিলিয়ন ভিউ দিয়ে। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার- এসব গান স্টেজে গাইলে মনে হয় না পরিচিত গান, কারো মুখে শোনা যায় না! গান তখনই বেঁচে থাকে যখন হাজারো মানুষ গলা মিলিয়ে গাইবে। এমন অসংখ্য গান আছে, যেগুলো ইউটিউবে ভিউ নেই। কারণ এগুলো ইউটিউব আসার অনেক আগে প্রকাশ পেয়েছে। সে গানগুলো কিন্তু মানুষ শুনছে। তাই ভেবে দেখা উচিত্ কোন গানগুলো প্রকৃত হিট, আর কোনগুলো বলার জন্য হিট বলছি।

গানের পাশাপাশি এক সময় নিয়মিত অভিনয়ে ব্যস্ত ছিলেন তাহসান। অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তবে সমপ্রতি অভিনয়ে খুবই কম দেখা যাচ্ছে দর্শকপ্রিয় এই অভিনেতাকে। বর্তমানে গানেই মনোনিবেশ করতে চান তিনি।  এ বিষয়ে তাহসান বলেন, অনেক বছর ধরে কাজ করছি। এখন গানের প্রতি মানুষের ভালোবাসা আবার দেখতে পাচ্ছি। মানুষ গান শুনতে আরো আগ্রহ পাচ্ছে। এখন গান করার অনুপ্রেরণা পাচ্ছি। কনসার্টও বেশি হচ্ছে। ছোট বেলায় গানের প্রতি মানুষের যে ভালোবাসা দেখতাম সেটা আবারো অনুভব করছি। এজন্য গানেই এখন বেশি মনযোগী হবো। আর নাটকতো অনেকদিন করলাম।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]