কন্ডোম ব্যবহার করে আপনার হতে পারে মারাত্মক যে ৪টি রোগ


ফারহানা জেরিন: , আপডেট করা হয়েছে : 31-10-2022

কন্ডোম ব্যবহার করে আপনার হতে পারে মারাত্মক যে ৪টি রোগ

ভালো জিনিস যে সব সময় ভালো হবে, তা কিন্তু নয়! বরং ভালো জিনিস থেকেও হতে পারে মারাত্মক বিপত্তি! যেমন- কন্ডোম। সাধারণত আমরা জানি, কন্ডোম পরে যৌনতায় লিপ্ত হলে কোনো ধরণের যৌনরোগ হয় না। কিন্তু চিকিৎসকরা বলছেন, অনেক সময় কন্ডোম পরলে অন্য রোগে আক্রান্ত হয়ে পড়তে পারেন ব্যবহারকারী।
বেশিরভাগ কন্ডোম তৈরি হয় ল্যাটিক্স (Latex) থেকে। আর এই ল্যাটিক্স থেকে আসতে পারে বিপত্তি। ডাক্তাররা বলেন, ল্যাটিক্স থেকে অনেক সময় ত্বকে হতে পারে এলার্জি (Alergy)। এমনকি, এরকম অসুবিধা নিয়ে অনেকেই যান ডাক্তারের কাছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, যাদের ল্যাটিক্স নিয়ে সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারেন সিন্থেটিকের (Synthetic Condom) তৈরি কন্ডোম। এর ফলে স্কিন এলার্জি (Skin Allergy) বা ইরিটেশন আর হবে না।
কন্ডোম ব্যবহার করলে সাধারণত যৌনবাহিত রোগ হয় না। তবে চিকিৎসকদের গবেষণা বলছে, কন্ডোম যৌনবাহিত রোগ থেকে দূরে রাখলেও এমন অনেক রোগ রয়েছে যা কন্ডোম আটকাতে পারে না। কারণ, কন্ডোম যৌনঅঙ্গকে রক্ষা করলেও বেশ কিছু অনাবৃত জায়গায় সংক্রমণ ঘটতে পারে।
যৌনাঙ্গে হারপিস
ডাক্তাররা বলছেন, যৌনাঙ্গে হারপিস জাতীয় রোগ থেকে বাঁচাতে পারে না কন্ডোম। এমনকি, যৌনাঙ্গে ইনফেকশনও আটকাতে পারে না কন্ডোম!
শুধু তাই নয়, চিকিৎসকরা বলছেন, কন্ডোম কেনার সময় অবশ্যই দেখতে হবে মেয়াদ। কারণ, তারিখ পেরিয়ে যাওয়া কন্ডোম ব্যবহার করলে যৌনরোগ হতে পারে। এমনকি, হতে পারে অবাঞ্ছিত মাতৃত্বও।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]