চট্টগ্রামে দুর্ধর্ষ ডাকাত কামাল হোসেন গ্রেফতার


আবু হেনা , আপডেট করা হয়েছে : 31-10-2022

চট্টগ্রামে দুর্ধর্ষ ডাকাত কামাল হোসেন গ্রেফতার

সিলেট জেলায় সংঘটিত আলোচিত ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত কামাল হোসেন (৩৮) কে চট্টগ্রাম হতে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সোমবার (৩১ অক্টোবর) রাত আড়াইটায় চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিলেট জেলার কোতয়ালী থানাধীন আউশা গ্রামের আঃ ছাদিকের ছেলে কামাল হোসেন।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, ধৃত আসামীর নামে বিজ্ঞ আদালত ২০১০ সালে দন্ডবিধি-১৮৬০ এর ৩৯৫ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১১ সালে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ার পর থেকে প্রায় ১২ বছর যাবত উক্ত আসামী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করতে থাকে।

অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত আসামী তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা সাধারন জনগণকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ডাকাতি ও লুটপাট চালিয়ে আসছিল বলে জানায়।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]