ডিসেম্বরে আসতে পারে আরেকটি ঘূর্ণিঝড়: বিএমডি


ইব্রাহীম হোসেন সম্রাট , আপডেট করা হয়েছে : 26-10-2022

ডিসেম্বরে আসতে পারে আরেকটি ঘূর্ণিঝড়: বিএমডি

আগামী ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রাত ১টা ১০ মিনিটে আমাকে ফোন কল করে জানিয়েছেন যে, এটা (ঘূর্ণিঝড় সিত্রাং) ভালোভাবে মোকাবেলা করেছো, এজন্য ধন্যবাদ। কিন্তু ডিসেম্বর মাসে আরেকটা আসবে, সেটির ব্যাপারে একই রকম সাবধানতা অবলম্বন করতে হবে।

এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ আবদুল মান্নান সিত্রাং-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।

এসময় ঘূর্ণিঝড় 'সিত্রাং' নিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে স্থল ও সমুদ্রে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে। আজ সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]