হতাশা কাটাতে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ


রাজশাহীর সময় ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-01-2022

হতাশা কাটাতে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ

তামান্না হাবিব নিশু: গত বছরটাতে বলিউডে ছিল বিয়ের ধুম। গাটছাড়া বেঁধেছেন অনেকেই। ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ ও হ্যান্ডসাম ভিকি কৌশল। তাদের বিয়ে বলিপাড়া থকে শুরু করে সোশ্যাল মিডিয়া আলোড়ন তুলেছে সব জায়গায়।

একেবারে আউট অফ ওয়ার্ল্ড বিয়ের ছবি দিয়ে ঝড় তুলেছিলো ইন্টারনেটে।

মন ভরে আনন্দ করে বিয়ে উপভোগ করেছেন ক্যাটরিনা। কিন্তু এমন একটি সময় ছিল যখন ক্যাটরিনা কাইফ হতাশাগ্রস্ত ছিলেন।

সুন্দরী অভিনেত্রী নিজেকে সুপার সিঙ্গেল বোধ করেছিলেন। যখন অন্যান্য বি-টাউন সুন্দরী দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই প্রেমের বিয়ে করেছিলেন।

২০১৮ সালে ফিল্মফেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, 'যতটা সিঙ্গেল' থাকা সম্ভব, তিনি ঠিক ততোটাই। তিনি নিজেকে সুপার সিঙ্গেল বোধ করছিলেন।'

হাস্যকরভাবে মন্তব্য করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়া গাটছাড়া বাঁধার পরে, তিনি পিছিয়ে থাকতে চান না।'

ক্যাট মজা করে বলেছিলেন, 'সবাই বিয়ে করছে। শুধু আমিই বাকি রয়ে গেলাম। মনে হচ্ছে সবাই আমার আগে চলে গেছে। মনে মনে আমি ভাবতাম আমাকে ছেড়ে যাবেন না। আমার জন্য অপেক্ষা করুন!'

অবশেষে অভিনেত্রীর অপেক্ষার অবসান ঘটেছে গত বছরের ৯ ডিসেম্বর। রাজস্থানের মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় প্রেমিক ভিকির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]