রাজশাহী মহানগরীতে শিবিরের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 06-02-2022

রাজশাহী মহানগরীতে শিবিরের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলার আসামী শিবিরের তিন সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হেতেম খাঁ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড় দাদপুর গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে মোঃ শিহাব সুমন (১৯), শিবগঞ্জ থানার মোঃ এনামুল হকের ছেলে মোঃ ইউসুফ আলী (২০) ও ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার চেংমারী গ্রামের মোঃ আতাউরর রহমানের ছেলে মোঃ আল মামুন (১৯)। তারা সকলেই বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকা হতে পড়াশুনা করতো।   

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস। 

তিনি জানান, ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানা পুলিশ কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৩ জন জামায়াত শিবিরের কর্মীকে বিভিন্ন রেকর্ডপত্র, জিহাদি বই, ব্যানার, ক্যাশ রেজিস্টার ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করলেও ১০-১২ জন পালিয়ে যায়। ঐ সময় তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের প্ররোচনা, ষড়যন্ত্র ও জুম মিটিং করছিলো। তখন হতে পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছিলো বোয়ালিয়া মডেল থানা পুলিশ। 

অভিযানটি করেন সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মুহসীন মাসুদ রানার সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলামের নেতৃতে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা শিবিরে সক্রিয় সদস্য। গত ১১ সেপ্টেম্বর ২০২১ বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়ীতে তারা ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে জুম মিটিং করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।   

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]