৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘বাহুবলী’ রকেট


এম সিয়াম: , আপডেট করা হয়েছে : 23-10-2022

৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘বাহুবলী’ রকেট

ভারতীয় স্পেস অঅর্গানাইজেশনের মুকুটে জুড়ল নয়া পালক। মধ্যরাত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় উত্তেজনায় কাঁপছে দেশের বিজ্ঞানীরা। ঠিক রাত ১২:০৭ মিনিটে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী বাণিজ্যিক রকেট ।

এই উপগ্রহের নাম। পাঁচ হাজার সাত’শ ছিয়ানব্বই কেজির পে লোড নিয়ে মহাকাশ পাড়ি দিয়ে ইতিহাস লিখল এই রকেট। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে এই উৎক্ষেপণ সফল হয়েছে।

মহাকাশের খুঁটিনাটি তথ্য পৌঁছে যাবে ইসরোর অন্দরে। ফলে ভবিষ্যতে গবেষণায় ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এই রকেট দৈর্ঘ্যে সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন। এছাড়াও এই রকেটের লো আর্থ অরবিটে আট টন পর্যন্ত পে-লোড বহন করার ক্ষমতা রয়েছে।

আত্মনির্ভর ভারতকে প্রতিষ্ঠিত করতে ইসরোর এই অবদান অনস্বীকার্য। মহাকাশ বিজ্ঞানে আমূল পরিবর্তন এনে দেবে এই অভিযান। ইসরো এর আগে একাধিক স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। তবে এত ভারী রকেট এর আগে নিজেদের ক্ষমতায় উৎক্ষেপণ করেনি ভারত। ‘বাহুবলী’ উৎক্ষেপণের মধ্যে দিয়ে ভারত দেখিয়ে দিল তারা কারওর থেকে কম নয়। উল্লেখ্য, ইসরো তাদের বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ব্রিটেন ভিত্তিক লো আর্থ অরবিট স্যাটেলাইট টেলিকমিনিকেশন সংস্থা এর সঙ্গে চুক্তি করে এই রকেট উৎক্ষেপণ করেছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]