সাপাহারে বিভিন্ন অনুদান বিতরণ অনুষ্ঠানে, "খাদ্যমন্ত্রী"


হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 22-10-2022

সাপাহারে বিভিন্ন অনুদান বিতরণ অনুষ্ঠানে, "খাদ্যমন্ত্রী"

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশিয়ে কাজ করে যাচ্ছেন মানুষকে ভালবেসে কাছে টানা ও বিপদ আপদে পাশে দাঁড়ানোই হচ্ছে তার একান্ত ইচ্ছা,  আজ অবদি এমন কোন মানুষ দেশে নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা হতে বঞ্চিত আছেন তিনি নিজের কথা না ভেবে সবার কথা ভাবেন, দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালবেসে কাজ করে যাচ্ছেন তিনি যতদিন বাঁচবেন ততদিন মানুষের কল্যাণে কাজ করে যাবেন, নওগাঁর সাপাহারে ২০২১-২২ অর্থবছরের “উপজেলা উন্নয়ন সহায়তা” খাতের বরাদ্ধ হতে ক্রয়কৃত লাশ বহনকারী খাটিয়া,সেলাই মেশিন ও হুইল চেয়ার সহ বিভিন্ন অনুদান বিতরণ ও আলোচনা সভায় কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে  লাশ বহনকারী খাটিয়া,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষ্যে আলোচনা  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি পুলিশ ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওমর আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন বিথী, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার, বিভিন্ন মসজিদে লাশ বহনকারী ৫৫টি খাটিয়া,১২০টি সেলাই মেশিন,১৫০ জনের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে ১৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]