হোটেল রুমে বসানো রয়েছে গোপন ক্যামেরা, নিমেষে ক্যামেরাবন্দি হচ্ছে প্রেমিক-প্রেমিকা কিংবা দম্পতির ঘনিষ্ঠ সব মুহূর্ত। এরপর সেই ভিডিও দেখিয়েই চলছে ব্ল্যাকমেল, মোটা অঙ্কের টাকা আদায়। উত্তরপ্রদেশের নয়ডা থেকে এমনই এক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: বিষ্ণু সিং, আব্দুল ওয়াহাব, পঙ্কজ কুমার এবং অনুরাগকুমার সিং।
জানা গেছে, জুটিরা টাকা দিতে অস্বীকার করলে, তাঁদের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হতো। শুধু তাই নয় এই চক্রটি একটি কল-সেন্টার পর্যন্ত তৈরি করেছে ব্ল্যাকমেইল করার জন্য।
এসিপি সেন্টরাল সাদ মিঞা খান জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রথমে হোটেল রুম ভাড়া নিত, সেখানে গোপন ক্যামেরা ইনস্টল করত। তারা চেক-আউট করার পর সেই ঘর পরে ভাড়া দেওয়া হত অন্য ব্যক্তিদের। বেশ কিছু দিন পর আবার সেই ঘর ভাড়া নিয়ে ক্যামেরাগুলো খুলে নিত দুষ্কৃতীরা। এদিকে ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে যুগলের ঘনিষ্ঠ মুহূর্ত! এবার সেই ভিডিও দেখিয়ে শুরু হত ব্ল্যাকমেইল। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ক্লিপ পাঠানো হতো জুটিদের মোবাইলে। চাহিদামতো টাকা দিতে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার ভয় দেখানো হত। বাধ্য হয়ে টাকা দিতো তারা।