না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা গেছেন তিনি।
রবিবার দুপুরে হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের মরদেহ আনা হয়েছে দক্ষিণ মুম্বাইয়ের পেদ্দার রোডের বাড়ি প্রভুকুঞ্জে। দুপুরে লতার মরদেহ প্রভুকুঞ্জে পৌঁছার পর সেখানে গিয়ে কিছু সময় অবস্থান করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। এ সময় ভারতের বিনোদন অঙ্গনের আরও অনেকেই উপস্থিত হন। কিছুক্ষণ থাকার পর প্রভুকুঞ্জ থেকে বেরিয়ে যান অমিতাভ।
অমিতাভ ও লতার পারস্পরিক সম্পর্ক ছিল পরম শ্রদ্ধার। কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের একটি পর্ব কাঁদিয়েছিল লতাকে, অমিতাভকে সে কথা জানিয়েছিলেন তিনি।
রাজশাহীর সময় /এএইচ