লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 21-10-2022

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরে জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আহত ওই দুই বাংলাদেশির নাম সুজন মিয়া ও আব্দুল মজিদ।

সীমান্তবর্তী লোকজন জানান, ওই সীমান্তে ৯৮৮ নং সীমান্ত পিলারের ১নং সাব পিলার দিয়ে চোরাচালানের চেষ্টা করে বাংলাদেশি ও ভারতীয় চোরাচালানকারীরা। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে পার্শ্ববতী গ্রামের সুজন মিয়া ও আব্দুল মজিদ নামে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়।

পরে তার সঙ্গীরা তাদের উদ্ধার করে রংপুরে নিয়ে যায়। একটি সুত্রে মতে, আইনী জটিলতার কারণে তারা রংপুরের একটি বে-সরকারি হাসপাতালে গোপনে চিকিৎসা গ্রহণ করছেন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]