ফের ওমিক্রনের নতুন রূপ! কোভিডের আরও একটি ঢেউ আসতে পারে, সৌম্যা


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 21-10-2022

ফের ওমিক্রনের নতুন রূপ! কোভিডের আরও একটি ঢেউ আসতে পারে, সৌম্যা

ফের খোঁজ মিলল করোনার নতুন প্রজাতির ! ফলে আবারও সংক্রমণের ঢেউ আছড়ে পড়তে পারে দেশে-দেশে! কোনও বিক্ষিপ্ত গবেষণা এ কথা বলছে না, এই সাবধানবাণী এল খাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফে।

এদিন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, করোনাভাইরাসের শেষতম যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছিল, সেই ওমিক্রনেরই নতুন এক ভেরিয়্যান্টের খোঁজ মিলেছে। এক্সবিবি। তাকে নিয়েই অশনি সঙ্কেত দেখছে হু। তবে এই নতুন ভেরিয়্যান্টের সংক্রমণ কতটা তীব্র হবে, মৃত্যুর হারই বা কেমন হতে পারে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।

সৌম্যা স্বামীনাথন বলেন, ’এখনও পর্যন্ত ওমিক্রনের ৩০০টিরও বেশি উপপ্রজাতির খোঁজ মিলেছে। তার মধ্যে এই নতুন এক্সবিবি-কে ঘিরে উদ্বেগ বাড়ছে। মনে করা হচ্ছে, এই ভেরিয়্যান্ট অ্যান্টিবডির কার্যকারিতাকে ছাপিয়ে যেতে পারে। তাই সহজেই বাড়বে সংক্রমণ। ফলে আরও একটা করোনার ঢেউ আসতে পারে।’

করোনার আতঙ্ক সামলে উঠেছে মানুষ। গত প্রায় এক বছর ধরে মাস্কের সঙ্গে দূরত্ব বেড়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখা বন্ধ হয়েছে। বিভিন্ন দেশেই আলগা হয়েছে নজরদারি, কমেছে পরীক্ষার সংখ্যাও। এই পরিস্থিতিতে এই নতুন ভেরিয়্যান্ট সহজেই জাঁকিয়ে বসতে পারে বলে আশঙ্কা সৌম্যা স্বামীনাথনের। তিনি বলেন, ‘কোভিড শেষ হয়ে গেছে, একথা এখনই বলা যায় না। তাই সাবধানতা অবলম্বন করাই ভাল। তবে এখন ভ্যাকসিন রয়েছে, এটা একটা ভাল ব্যাপার।‘ 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]