রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুতকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতের নাম- মো. সাইফুল ইসলাম (৪৩)।
রোববার রাতে সবুজবাগ থানাধীন বাসাবো খাজানা কম্পিউটার এন্ড স্টুডিও নামক দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১টি জাল সার্টিফিকেট, ৩টি ভুয়া এনআইডি কার্ড, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কীবোর্ড, ১টি মাউস এবং ১টি প্রিন্টার জব্দ করা হয়েছে।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার সাইফুল দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে স্বল্প শিক্ষিত ছাত্র/ছাত্রী এবং নিরীহ জনগণের সরলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে তাদের জাল সার্টিফিকেট এবং ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে সরবরাহ করতেন।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।