সিরাজগঞ্জে বিপুল পরিমান জাল টাকাসহ একজন গ্রেফতার


আবু হেনা , আপডেট করা হয়েছে : 17-10-2022

সিরাজগঞ্জে বিপুল পরিমান জাল টাকাসহ একজন গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশী ৪৭,০০০/-(সাতচল্লিশ হাজার) জাল টাকাসহ মোঃ তাওহিদুল ইসলাম ফয়সালকে আটক করেছে র‌্যাব-১২। 

রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় সলঙ্গা থানাধীন ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ তাওহিদুল ইসলাম ফয়সাল ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন চালিনগর গ্রামের মোঃ ওসমান মোল্যার ছেলে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মোঃ আবুল হাসেম সবুজ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ফুড ভিলেজ হোটেলের সামনে এক ব্যক্তি টাকার জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ তাওহিদুল ইসলাম ফয়সালকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশী ৪৭০টি ১০০/- টাকার জাল নোট মোট ৪৭,০০০/-(সাতচল্লিশ হাজার) জাল টাকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, এই জাল নোট ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]