তিন খানের যেসব ছবি ২০২২ মাতাবে


রাজশাহীর সময় ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-01-2022

তিন খানের যেসব ছবি ২০২২ মাতাবে

তামান্না হাবিব নিশু: ২০২২ সালজুড়ে মুক্তির অপেক্ষায় বলিউডের বেশ কয়েকটি বড় বাজেটের এবং বহু প্রতীক্ষিত ছবি। ছবি মুক্তির জোর কদমে শুরু হয়েছে তোড়জোড়ও। তাতেই ফের সরগরম বলিউড।

এ বছরটা কী ফের চলে যাবে তিন খানের দখলে? নাকি ছবির চোখধাঁধানো সাফল্যে রাজত্ব করবেন অন্য কোনো তারকা? বলিপাড়ায় আপাতত এগুলোই লাখ টাকার প্রশ্ন।

প্রায় তিন দশক ধরে বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন তিন খান। শাহরুখ, আমির এবং সালমন। তারাই বরাবর কোটি ক্লাবের সদস্য। সালতামামির খাতায় গোটা বছরটাই খানদের দখলে। তবে সব সময় বাতাস একদিকে যায় না।

বলিউডে চাকা ঘুরতে শুরু করেছে বছর কয়েক হলো। খানদের ছাড়াই জনপ্রিয়তার শিখরে বেশ কিছু ছবি। ২০১৭ সালে ‘বাহুবলী ২’, ২০১৮ সালে ‘সঞ্জু’, ২০২০ সালে ‘তানহাজি’ কিংবা হালফিলের ‘সূর্যবংশী’ সাফল্যের চূড়ায় বসে। তবে এসব ছবির কোনোটিতেই নেই শাহরুখ, আমির কিংবা সালমন। বরং এসময়ে তিন খানের ছবি মুখ থুবড়ে পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বছরই মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’, আমিরের ‘লাল সিং চড্ডা’ এবং সলমনের ‘টাইগার থ্রি’। করোনার ধাক্কায় দীর্ঘ হয়েছে অপেক্ষা। তিন ছবি ঘিরেই অধীর আগ্রহ দর্শকদের। একে তো কিং খানের ছবি, তাতে আরিয়ানকাণ্ডের জেরে শুটিং পিছিয়ে যাওয়ায় ইতোমধ্যেই বাড়তি চর্চায় ‘পাঠান’।

আমিরের ছবিতে এমনিই বুঁদ হয়ে থাকেন দর্শক। তার ওপরে শোনা যাচ্ছে, ‘লাল সিং চড্ডা’য় রীতিমতো আটঘাট বেঁধেই নামছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সালমনের ‘টাইগার থ্রি’র অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন তার অজস্র ভক্ত। সব মিলিয়ে বছর শুরুতেই তিন খানের বাজার গরম।

এদিকে, এ বছরই মুক্তি পাবে অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’ ও ‘বচ্চন পাণ্ডে’, অজয় দেবগনের ‘ময়দান’, রণবীর কপুরের ‘শমসেরা’ বা রণবীর সিংয়ের ‘সার্কাস’-এর মতো প্রতীক্ষিত ছবিও। উত্তেজনার পারদ এ ছবিগুলো ঘিরেও কম নয়।

সিনেমা বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ যেমন আপাতত বাজি রাখছেন খানহীন সাম্রাজ্যেই। তার মতে, তিন খানের কেউ না থাকা সত্ত্বেও বক্স অফিসে ঝড় তুলেছিল ‘বাহুবলী ২’ বা ‘তানহাজি’র মতো ছবি। সেখানে তিন খানের ‘জিরো’, ‘থাগস অব হিন্দুস্তান’ কিংবা ‘টিউবলাইট’ মুখ থুবড়ে পড়েছে। এ বছরও যে তারই পুনরাবৃত্তি হবে না, তা জোর দিয়ে বলা যায় কি? প্রশ্ন তুলছেন তরণ।

বিশেষজ্ঞ অতুল মোহন মনে করিয়ে দিচ্ছেন তিন খানের আগামী তিনটি ছবি ঘিরে ইতোমধ্যেই বাড়তে থাকা উন্মাদনার কথা। তার বক্তব্য, ‘লাল সিং চড্ডা’র সাফল্য নিয়ে ইতোমধ্যেই বেশ আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলিপাড়ায়। ‘পাঠান’-এ বলিউডের বাদশার পাশাপাশি জন আব্রাহাম বা দীপিকা পাড়ুকোনের উপস্থিতি অনেকটাই দর্শক টানার কথা।

‘টাইগার থ্রি’কে তো কবেই সফল ছবির তালিকায় দেখতে পাওয়া শুরু করে দিয়েছেন সলমন ভক্তরা। ফলে বিগ বাজেটের ছবির জৌলুস আর ইতোমধ্যেই তৈরি হওয়া আগ্রহে ভর করে এ বছরটা খানেদেরই বলে দাবি করছেন অতুল।

বিশ্লেষণ যাই বলুক, বাস্তবে কোনদিকে হাঁটবে ২০২২ সালের বলিউড? মায়ানগরীতে কি ফের খানদানি সাম্রাজ্য? নাকি কায়েম থাকবে অন্য তারকাদেরই রাজপাট? সেই হিসেব মেলাতেই ছবি মুক্তির দিকে তাকিয়ে গোটা বলিপাড়া।

রাজশাহীর সময় / এফ কে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]