ইউক্রেনের ন্যাটো লড়তে এলে গোটা বিশ্বকে ভুগতে হবে, হুমকি পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 15-10-2022

ইউক্রেনের ন্যাটো লড়তে এলে গোটা বিশ্বকে ভুগতে হবে, হুমকি পুতিনের

ইউক্রেনকে সমর্থন করে ন্যাটো বাহিনী যদি রাশিয়ার সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় তাহলে তার ফল ভাল হবে না, খোলাখুলি হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার সরাসরি হুমকি দিয়ে পুতিন বলেছেন, ন্যাটো রাশিয়ার বিরোধিতা করলে গোটা বিশ্বে বিপর্যয় নামবে।

গত কয়েক দিনে ফের নতুন করে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছে রুশ সেনা ৷ তার মধ্যেই পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেনে আপাতত বড় ক্ষেপণাস্ত্র হামলা হবে না। কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও ভাবে যদি ন্যাটো বাহিনী রাশিয়ার সেনার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়, তাহলে গোটা বিশ্বে বিপর্যয় নেমে আসবে৷

গত এক মাসে ইউক্রেনের চারটি অঞ্চলের দখল নিয়েছে রাশিয়া ৷ এই আগ্রাসী মনোভাবের নিন্দা করেছে রাষ্ট্রসংঘও৷ মঙ্গলবার জি- ৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির পক্ষ থেকে হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি বিবৃতিতে দিয়ে বলা হয়, রাশিয়া সত্যিই পরমাণু অস্ত্রের ব্যবহার করলে তাঁর পরিণতি হবে ভয়ঙ্কর৷

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহ সচিব আলেকজান্ডার ভেনেডিক্টভ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, ”কিয়েভ খুব ভাল করে জানে, এই ধরনের ঘটনা ঘটলে (সেদেশের ন্যাটোয় অন্তর্ভুক্তি) তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবেই। অবশ্য ওরা সেটাই চাইছে। সমস্যা তৈরি করে নিজেদের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে।” সেই সঙ্গেই তাঁর দাবি, পশ্চিমের দেশগুলি যেভাবে ইউক্রেনকে সমর্থন করছে তাতে স্পষ্ট হয়ে গেছে ওরা সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এর ফল সারা বিশ্বকে ভুগতে হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]