ফেনী-চট্টগ্রাম মহাসড়কে ৪টি ডাকাতি মামলার পলাতক আসামী মোঃ জাবেদ অরফে জাবেদ ডাকাত’কে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা হতে আটক করেছে র্যাব-৭।
এই রকম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম গত (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি এবং ডাকাতির প্রস্তুতির মামলার গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জাবেদ অরফে জাবেদ ডাকাতকে গ্রেফতার করে র্যাব-৭।
সে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার বাড়বকুন্ড গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে।
জিজ্ঞাসাবাদে সে সকল অপকর্মের কথা স্বীকার করে। বতর্মানে সে ডাকাতির মামলায় গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানায়। জিজ্ঞাসাবাদে আরও জানায়, সে ফেনী-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে বিভিন্ন অভিনব পন্থায় ডাকাতি করেই গা ঢাকা দেওয়ার জন্য চট্টগ্রাম শহরে চলে আসতো এবং শহরে কোন এলাকায় দুই মাসের বেশী অবস্থান করতো না। সংঘটিত ডাকাতি কার্যক্রমে সে নেতৃত্ব দিতো।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপকর্মের চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ৩টি এবং মীরসরাই থানায় ১টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সীতাকুন্ড থানায় হস্তান্তার করা হয়েছে বলেও জানায় র্যাব।