গরমকাল এলেই প্রমাদ গুনতে শুরু করেন তৈলাক্ত ত্বকের অধিকারীরা। তার মধ্যে এবার যে হারে তাপমাত্রার পারদ চড়ছে তাতে বাড়িরে বাইরে পা রাখলেই একেবারে ঘেমে নেয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এই অবস্থায় তৈলাক্ত ত্বক যাদের তাদের বাড়তি যত্ন নেওয়ার প্রয়োজন। তবে পরিস্থিতির সামাল দিতে বাজার থেকে রাসায়নিক যু্ক্ত বিউটি প্রোডাক্ট না কিনে বরং প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে যত্ন নিতে পারেন।
ত্বকের অতিরিক্ত তেল শুষে নেওয়ার পাশাপাশি ত্বককে হাইড্রেট রাখতে, গরমে অ্যালার্জির হাত থেকে বাঁচাতে দারুন কার্যকরী ঘরোয়া উপায়ে তৈরি শিট মাস্ক। কীভাবে বাড়িতে তৈরি করবেন এই শিট মাস্ক দেখে নিন-
শশা দিয়ে এভাবে বানিয়ে নিন শিট মাস্ক
শশা যেমন শরীর ঠাণ্ডা রাখে ও ত্বকের আর্দ্রতা বজায় রাখে ঠিক তেমনি ত্বকের স্বাস্থ্য ভাল রাখতেও বেশ উপকারী শশার তৈরি শিট মাস্ক।
এর জন্য প্রয়োজন
শশার রস- ১টা
কটনের ফেসিয়াল শিট মাস্ক
কীভাবে বানাবেন শশার শিট মাস্ক
প্রথমে শশার ভাল করে পিষে রস বার করে নিন।
এবার শশার রস ছেঁকে নিন।
এবার এই রসে কটন মাস্ক ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই শিট মাস্ক অন্তত ২০ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ব্যাস আপনার প্রাকৃতিক উপকরণে শশার শিট মাস্ক তৈরি।
শশার তৈরি এই শিট মাস্ক তৈলাক্ত ত্বকের জন্য ভীষণ উপকারী।
কীভাবে ব্যবহার করবেন
এই শিট মাস্ক ভাল করে মুখে লাগিয়ে নিন।
মুখের ত্বকে যাতে শিট মাস্ক ভাল ভাবে বসে যায় তার জন্য শিট মাস্ক লাগানোর পরে আঙুল দিয়ে আলতো করে চেপে চেপে শিট মাস্ক বসিয়ে নিন।
এরপর শিট মাস্ক অন্তত ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন।
কুড়ি মিনিট পর শিট মাস্ক মুখ থেকে সরিয়ে নিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন।
এই শিট মাস্ক তুলে মুখ ধুয়ে নেওয়ার পর মুখে সিরাম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না।