প্রেমিকার সঙ্গে করবা চৌথের কেনাকাটা করতে গিয়েছিলেন এক যুবক। সেই একই স্থানে কেনাকাটা করতে এসেছিলেন তার স্ত্রী ও শাশুড়ি। সেখানে স্ত্রী ও শাশুড়ির হাতে মার খেলেন সেই যুবক ও তার প্রেমিকা। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। খবর এনডিটিভি।
করবা চৌথ ভারতের প্রাচীন সামাজিক এক রীতি। মূলত বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনা করে বিভিন্ন রীতি পালন করেন এই দিন। সেই উৎসব উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) প্রেমিকাকে নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন ওই যুবক। সেখানেই বাধে বিপত্তি।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুবকের কলার ধরে মারা শুরু করেন স্ত্রী ও শাশুড়ি।
সে সময় তাদের সঙ্গে ওই যুবককে মার দেন আশপাশের বেশ কিছু মহিলা। তাদের হাত থেকে প্রেমিককে বাঁচাতে এগিয়ে আসেন ওই প্রেমিকা। এরপর তিনিও মারপিটের শিকার হোন।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হোন গাজিয়াবাদের কোতোয়ালি থানার পুলিশ। তারা এসে মারামারি বন্ধ করেন।
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই যুবকের। আলাদা থাকছিলেন দু'জনে। এলাকায় শান্তিভঙ্গের অভিযোগে থানায় নিয়ে গিয়ে সতর্ক করা হয় দু’পক্ষকে।