রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১৩, দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার


আবু হেনা , আপডেট করা হয়েছে : 12-10-2022

রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১৩, দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার

রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। 

মঙ্গলবার (১১ অক্টেবর) সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ হতে ১টি এন্টিকাটার, ৫টি ব্লেড, ৫টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি কেঁচি, ১টি মোবাইলফোন এবং নগদ ২৮০/- টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মনোহরপুর গ্রামের মোঃ মনা মিয়ার ছেলে মোঃ পারভেজ (২৫), খুলনা জেলার খলিশপুর থানাধীনউল্টরপাড়া গ্রামের মোঃ সেলিমের ছেলে মোঃ জসিম (২২), কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন খাতরাই বাজার গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে  মোঃ আরিফুল ইসলাম (১৯), হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন বাদিঘেরা গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (১৯), মাদারীপুর জেলার কালকিনি থানাধীন পাঙ্গাশিয়া গ্রামের মৃত সেকেন্দার চৌকিদারের ছেলে মোঃ বাদশা চৌকিদার (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন উচিতপুরা গ্রামের মৃত সামসুল হকের ছেলে মোঃ জাহিদুল হাসান হৃদয় (২১), ভোলা জেলার লালমোহন থানাধীন সওদাগর চৌমোহনী গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে  মোঃ মিলন (২৮), শরিয়তপুর জেলার নাড়িয়া থানাধীন শৌলপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী শিকদারের ছেলে মোঃ মোজ্জাম্মেল হক (৪৫), ঢাকা জেলার শাহজাহানপুর থানাধীন কমলাপুর গ্রামের মালেকের ছেলে মোঃ মারুফ (৩৫), শরিয়তপুর জেলার জাজিরা থানাধীন মোল্লাকান্দি গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ আরিফ হোসেন (১৮),বাগেরহাট জেলার বাগেরহাট থানাধীন পিসি কলেজ গ্রামের মোঃ ফোরকানের ছেলে মোঃ সোহেল (৩০), নড়াইল জেলার নরাগাতি থানাধীন দক্ষিন জোগানিয়া গ্রামের মোঃ কামরুল শেখের ছেলে মোঃ সাকিব (১৮) ও ডিএমপি গুলিস্থানের মোঃ আকাশ।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

র‌্যাব-৩ এর অধিনায়কজানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং তারা নিয়মিতভাবে রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন এলাকায় ছিনতাইয়ের কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]