ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 09-10-2022

ইরানের প্রতিবাদী নারীদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

ইরানে মাহসা আমিনির মৃত্যুর পর সারা দেশে তীব্র প্রতিবাদ হচ্ছে। আন্দোলনকারীদের ওপর চলছে অকথ্য অত্যাচার। সারা পৃথিবী থেকে অনেকেই ইরানের নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার প্রতিবাদীদের পাশে দাঁড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া । মাহসার মৃত্যুর প্রতিবাদে গর্জে ওঠা অগণিত কণ্ঠের সঙ্গে গলা মেলানোর আহ্বান জানালেন এই বলিউড-হলিউড অভিনেত্রী। দুনিয়ার নানা প্রান্তে যেভাবে এই আন্দোলনের আঁচ টের পাওয়া যাচ্ছে, তা দেখে রীতিমতো মুগ্ধ প্রিয়াঙ্কা।

সম্প্রতি প্রিয়াঙ্কা তার নিজের ইনস্টাগ্রামে ইরানের নারীদের প্রতি তার সমর্থনের কথা জানান। সঙ্গে জানান, সে দেশের নারীদের সাহস তাকে বিস্মিত করেছে। তিনি হতবাক হয়ে গিয়েছেন, কীভাবে তারা রাস্তায় নেমে এত অত্যাচারের মুখে প্রতিবাদ করছেন, তা দেখে। প্রিয়াঙ্কার ভাষায়: ‘দীর্ঘদিন ধরে জোর করে চেপে রাখা হয়েছিল যে গলার স্বর, তা এখন কথা বলতে শুরু করেছে।’

প্রিয়াঙ্কা চোপড়ার মতে, সংখ্যা একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিবাদীদের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে প্রতিবাদের শক্তি।

উল্লেখ্য, ইরানের ‘নৈতিক পুলিশ’ আমিনিকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ‘ভুল প্রথায়’ হিজাব পরেছেন, তিনি তার চুল পুরোপুরি ঢাকেননি। তেহরানে গ্রেফতার করা হয় তাকে। কয়েক দিন পরেই তার মৃত্যু খবর আসে। অভিযোগ, তাকে মারধর করা হয়েছিল। পুলিশ সেই দাবি অস্বীকার করে। এরপর থেকেই ইরানে জ্বলছে আগুন।

ইউনিসেফের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা দুনিয়ার সব নারীর উদ্দেশে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ আন্দোলনে নিজেদের শামিল করুন। সরব হোন, নিজেদের সজাগ রাখুন, এই কণ্ঠস্বর আর কোনোভাবেই যেন চুপসে না যায়। আপনাদের সমর্থনে পাশে রয়েছি।’ পোস্টের একেবারে শেষে কুর্দিশ ভাষায় প্রিয়াঙ্কা লিখেছেন: ‘জিন, জিয়াঁ, আজাদি'...ইংরেজিতে যার অর্থ দাঁড়ায়: 'উইমেন, লাইফ, ফ্রিডম।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]