ফজরের পর নবিজি (সা.) দুই রাকাত নামাজ পড়তেন কেন


ধর্ম ডেস্ক: , আপডেট করা হয়েছে : 06-10-2022

ফজরের পর নবিজি (সা.) দুই রাকাত নামাজ পড়তেন কেন

মদিনায় রাত অবসানের পর, পূর্বাকাশে ফজরের আভা দেখা দিলে নজিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। নামাজের পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূর্যোদয় হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, তারপর তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন। নবিজি এসময় অপেক্ষা করে কেন নামাজ পড়তেন?

হজরত জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন-

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى الْفَجْرَ جَلَسَ فِي مُصَلاَّهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ حَسَنًا ‏

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ আদায়ের পর সূর্য স্পষ্টভাবে উদিত না হওয়া পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকতেন।’ (মুসলিম ৬৭০)


ফজরের পর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য তার উম্মতকে উৎসাহ প্রদান করেন, এবং এতে যে সওয়াব রয়েছে তাও স্মরণ করিয়ে দেন। হাদিসে পাকে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-

مَنْ صَلَّى الْغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ

যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায়ের পর বসে আল্লাহর জিকিরে মশগুল থেকে সূর্য উদয় হওয়ার পর দুই রাকাত নফল নামাজ আদায় করবে, সে পরিপূর্ণ এক হজ্জ ও ওমরার সওয়াব পাবে। ‘পরিপূর্ণ’ এ কথাটি তিনি তিনবার বলেন।’ (তিরমিজি ৫৮৬)


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজরের পর নামাজের স্থানে বসে জিকির-আজকার করে সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ পড়ার তাওফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]