ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীরগুলিতে ৪ অস্ত্রধারী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সশস্ত্র সংগঠন জইশ-ই মোহাম্মদ ও একজন লস্কর-ই-তৈয়বার সদস্য। খবর এনডিটিভি।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বুধবার (৫ অক্টোবর) সোপিয়ান শহরের বাইরে গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। এসময় পাল্টা গুলিতে প্রাণ হারান ওই চার অস্ত্রধারী।
নিহত ৪ অস্ত্রধারীদের মধ্যে দুই জনকে শনাক্ত করেছে পুলিশ। এক জনের নাম হানান বিন ইয়াকুব। অপরজনের নাম জামশেদ।
পুলিশ দাবি করেছে, নিহতরা সম্প্রতি পুলওয়ামা এলাকায় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডে জড়িত ছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৪ অক্টোবর) রাতে সোপিয়ানের দ্রাস ও মোলু এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। বুধবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।
এ ঘটনার পর থেকে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।