সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা!


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 05-10-2022

সাজেকে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ, ৫ হাজার পর্যটক আটকা!

খাগড়াছড়ির সাজেকে ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার। তিনি বলেন, রাতে পাহাড়ধসের ঘটনা ঘটে। তবে সড়কের মাটি অপসারণের কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আশা করছি দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

এ ঘটনায় সাজেক প্রান্তে প্রায় দুই হাজার ও খাগড়াছড়ি প্রান্তে তিন হাজার পর্যটক আটকা পড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, ‘সকালে বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলিয়ে ২০০ গাড়ি রয়েছে; যা মঙ্গলবার (৪ অক্টোবর) এসেছিল। বুধবার (৫ অক্টোবর) সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল; কিন্তু গাড়ি চলাচল বন্ধ থাকায় এখন সবাই আটকা পড়েছেন। আমাদের এখানে ১১২টি কটেজ আছে।’

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটি সাজেক ভ্যালি। বন্ধের দিনগুলোতে পর্যটকদের পদচারণায় মুখর থাকে। সনাতম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও সরকারি দুই বন্ধের কারণে পর্যটকদের উপচে পড়া ভিড় আশা করেছিলেন কটেজ মালিকরা। তবে পাহাড়ধসের ঘটনায় দুপাড়ে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]