ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-10-2022

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত ১৫

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দাঙ্গায় আরও বহু মানুষ আহত হয়েছে। দেশটিতে কিছুদিন পর পরই কারাগারে দাঙ্গার ঘটনা ঘটতে দেখা যায় এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

দেশটির কারাগারের ব্যবস্থাপনায় নিয়োজিত এসএনএআই সংস্থার এক মুখপাত্র বলেন, সোমবার (৩ অক্টোবর) লালাচুঙ্গায় অবস্থিত কোটোপ্যাক্সি নং ১ কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ২০ জন।

দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের এ কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে।

কারাগারটিতে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার। ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোতে থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুন। এ কারনে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিতে কারাগারে দাঙ্গায় চার শতাধিক বন্দি নিহত হয়েছে। এজন্য বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে বিভিন্ন গ্যাংয়কে দায়ী করেছে দেশটির রক্ষণশীল প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসোর সরকার।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]