সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 04-10-2022

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি, ৩৫ রোহিঙ্গা উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩৫ রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

উদ্ধারকৃতদের মধ্যে ৫ নারীসহ ৩৫ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।

কোস্টগার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার পথে গভীর সাগরে রোহিঙ্গাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে রোহিঙ্গারা সাগরে ভাসতে থাকেন। এ সময় মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও তারা পাননি। পরে জেলেদের ছুড়ে দেয়া বয়া ও পানির জারে সাঁতরিয়ে রোহিঙ্গারা কূল উঠে আসেন। এখনো অনেকে সাগরে ভাসছেন। 

তবে উদ্ধারকারী লোকজনের দাবি, উপকূল থেকেে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ট্রলারটি ডুবে যায়। এতে অনন্ত শতাধিক মালয়েশিয়াগামী ছিলেন। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]