ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-10-2022

ইয়ানের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য

শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে ধংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অঙ্গরাজ্য দুটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। যার মধ্যে ফ্লোরিডাতেই ৮১ জন মারা গেছেন। তবে এখনও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

গেল বুধবার (২৮ সেপ্টেম্বর) শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হানলেও এখনো রয়ে গেছে ভয়াবহতার চিহ্ন। ফ্লোরিডা ছাড়াও সাউথ ক্যারোলাইনায় আঘাত হেনেছে ইয়ান। তবে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলগুলোতে।  

দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডায় বন্যা কবলিত এলাকাগুলোয় হেলিকপ্টারের সাহায্যে এখনও চলছে উদ্ধারকাজ। এ ছাড়া কেউ যেন আটকে না থাকে সেজন্য প্রতিটি ঘরে ঘরে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগপূর্ণ এলাকাগুলোয় জরুরি খাদ্য, পানি, ওষুধসহ যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে সহায়তা করছেন ত্রাণকর্মীরা। 

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন ইয়ানে বিধ্বস্ত ফ্লোরিডার বাসিন্দারা। গাড়িতে তেল নিতে দীর্ঘ লাইন দেখা গেছে দক্ষিণ ফ্লোরিডার রাস্তায়। এ ছাড়াও বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এরইমধ্যে ৯৭ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবারহ শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা। 

গেল বুধবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার গতিতে আঘাত হানে ক্যাটাগরি চার মাত্রার শক্তিশালী হারিকেন ইয়ান। ফ্লোরিডাজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর দ্বিতীয় দফায় দেশটির সাউথ ক্যারোলাইনা উপকূলে আঘাত হানে হারিকেনটি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]