তানোরে কৃষক দলে কোন্দল ও মতবিরোধ

আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৩:২১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৩:২১:২১ অপরাহ্ন
রাজশাহীর তানোরে উপজেলা কৃষক দলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে মতবিরোধ ও কোন্দলের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।এতে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম অনেকটা নাজুক ও স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। স্থানীয়দের অভিমত কৃষক দলের আহবায়ক কমিটি গঠন নিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।এতে কৃষক দলের আদর্শিক, পরিক্ষিত, প্রবীণ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। আবার অনেকে নিজের আত্মসম্মান নিয়ে সাংগঠনিক কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেছে।ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে তাদের সাংগঠনিক কর্মকান্ড বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

তৃণমুলের ভাষ্য, অধিকাংশক্ষেত্রে কৃষক দলের আহবায়ক কমিটি গঠনে আদর্শিক, প্রবীণ, পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বঞ্চিত করে সুবিধাবাদীদের প্রাধান্য দেয়া হয়েছে।ফলে মাঠপর্যায়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে চরম অসন্তোষ। সাধারণ নেতাকর্মীরা বলছে, সাধারণ নির্বাচনের আগে এভাবে কমিটি করায় বিএনপির ভোট ব্যাংকেও আঘাত লেগেছে বলে মনে করছে আদর্শিক নেতাকর্মীরা। 

উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ দেওয়ান ওরফে সাজা বলেন, একটা সময় আওয়ামী লীগের যারা সক্রীয় কর্মী ছিলো অথবা যাদের রাজনৈতিক জীবনটাই পালা বদলের। আহবায়ক কমিটিতে এমন বিতর্কিত, সুযোগসন্ধানী ওগ্রহণযোগ্যহীনদের স্থান হলেও ছিটকে পড়েছে দুর্দীনের ত্যাগী নেতারা।জুলাই বিপ্লবের পর রাতারাতি খোলস পাল্টিয়ে বিভিন্ন লাভজনক পদ বাগিয়ে নিচ্ছেন অনুপ্রবেশকারীরা।এসব হাইব্রিডদের নিয়ে বিব্রত ও বিক্ষুব্ধ দলের নেতাকর্মীসহ জনসাধারণ।

তৃণমূলের অভিযোগ, কৃষক দলের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা কোনঠাসা ও বঞ্চিত হয়ে ধুঁকে ধুঁকে চলছে। অথচ জনবিচ্ছিন্ন , বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা বিভিন্ন লাভজনক পদ বাগিয়ে নিয়ে ফুরফুরে হয়ে ঘুরছে। এসব কারণে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড,বিরাজ করছে হ-য-ব-র-ল অবস্থা।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দিন মিঠু সব অভিযোগ অস্বীকার করে বলেন, সকল নিয়ম অনুসরণ করে তারা আহবায়ক কমিটি দিচ্ছেন। তিনি বলেন,কৃষক দলে কোনো কোন্দল বা মতবিরোধ নাই,বরং আগের থেকে সাংগঠনিক কর্মকান্ড আরো জোরদার হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]