বলিউডে প্রযোজক হিসেবে ঢুকে পড়ছেন খ্যাতনামা ফিল্মমেকার মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাট। তাঁর প্রযোজনায় প্রথম ছবি ডোন্ট বি শাই,যা অভিনেত্রী আলিয়া ভাট কর্তৃক সহ-প্রযোজিত হচ্ছে এবং প্রাইম ভিডিওর ব্যানারে মুক্তি পাবে বলে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
ডোন্ট বি শাই’ ছবিটির ঘোষণা করা হয়েছে প্রাইম ভিডিওর ইন্সটাগ্রাম থেকে প্রকাশিত এক ভিডিওতে। ভিডিওতে দেখা গেছে, আলিয়া এবং শাহিন ভাট একত্রে বহু স্ক্রিপ্ট দেখে বেছে নিচ্ছেন এই ছবির গল্প। স্ক্রিনে তাঁদের কথোপকথনে উঠে আসে রোম্যান্স, ব্রেকআপ ও লিরিক্যাল গানসহ অন্যান্য উপাদান যোগ করার কারণ। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এই ছবিতে রোম্যান্স আছে, হার্টব্রেক আছে, ছেলে আছে, মেয়ে আছে; একজন টার্টেলও আছে।
ছবিটির সহ-প্রযোজক হিসেবে আরও রয়েছেন গ্রীষ্মা শাহ ও বিকেশ ভুটানি। স্মৃতি মুখোপাধ্যায় ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন। তবে ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। গল্পের কেন্দ্রে রয়েছে ২০ বছর বয়সী মেয়ে শ্যামলী শাই দাস।
এদিকে, আলিয়া ভাট ইতিমধ্যেই প্রযোজনার জগতে পা রেখেছেন; ২০২২ সালে তাঁর প্রথম প্রযোজিত ছবি ডার্লিংস মুক্তি পায়। এরপর তিনি করণ জোহরের ধর্মা প্রোডাকশন এর সঙ্গে যৌথভাবে জিগরা ছবিরও প্রযোজনা করেছেন।
অভিনেত্রী হিসেবে আলিয়াকে শেষবার দেখা যায় জিগরা’তে। আগামীতে তিনি সঞ্জয় লীলা বনশালির পরিচালিত লাভ অ্যান্ড ওয়ারএ অভিনয় করবেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়াও তাঁর হাতে রয়েছে যশরাজ ফিল্মস এর স্পাই থিম নিয়ে একটি ছবি স্পাইভার্স’।
১৯৯০–এর দশকে জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট মহেশ ভাটের প্রথম মৃত্যুঞ্জয়ী কন্যা ছিলেন। ২০১১ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’–এর মাধ্যমে বলিউডে পা রাখেন মহেশ ভাটের কনিষ্ঠ কন্যা আলিয়া ভাট। এবার বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরম শিল্পী ও নির্মাতার পরিবারে আরও এক গল্পকার হিসেবে শাহিন ভাট।
ডোন্ট বি শাই’ ছবিটির ঘোষণা করা হয়েছে প্রাইম ভিডিওর ইন্সটাগ্রাম থেকে প্রকাশিত এক ভিডিওতে। ভিডিওতে দেখা গেছে, আলিয়া এবং শাহিন ভাট একত্রে বহু স্ক্রিপ্ট দেখে বেছে নিচ্ছেন এই ছবির গল্প। স্ক্রিনে তাঁদের কথোপকথনে উঠে আসে রোম্যান্স, ব্রেকআপ ও লিরিক্যাল গানসহ অন্যান্য উপাদান যোগ করার কারণ। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এই ছবিতে রোম্যান্স আছে, হার্টব্রেক আছে, ছেলে আছে, মেয়ে আছে; একজন টার্টেলও আছে।
ছবিটির সহ-প্রযোজক হিসেবে আরও রয়েছেন গ্রীষ্মা শাহ ও বিকেশ ভুটানি। স্মৃতি মুখোপাধ্যায় ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন। তবে ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। গল্পের কেন্দ্রে রয়েছে ২০ বছর বয়সী মেয়ে শ্যামলী শাই দাস।
এদিকে, আলিয়া ভাট ইতিমধ্যেই প্রযোজনার জগতে পা রেখেছেন; ২০২২ সালে তাঁর প্রথম প্রযোজিত ছবি ডার্লিংস মুক্তি পায়। এরপর তিনি করণ জোহরের ধর্মা প্রোডাকশন এর সঙ্গে যৌথভাবে জিগরা ছবিরও প্রযোজনা করেছেন।
অভিনেত্রী হিসেবে আলিয়াকে শেষবার দেখা যায় জিগরা’তে। আগামীতে তিনি সঞ্জয় লীলা বনশালির পরিচালিত লাভ অ্যান্ড ওয়ারএ অভিনয় করবেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়াও তাঁর হাতে রয়েছে যশরাজ ফিল্মস এর স্পাই থিম নিয়ে একটি ছবি স্পাইভার্স’।
১৯৯০–এর দশকে জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট মহেশ ভাটের প্রথম মৃত্যুঞ্জয়ী কন্যা ছিলেন। ২০১১ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’–এর মাধ্যমে বলিউডে পা রাখেন মহেশ ভাটের কনিষ্ঠ কন্যা আলিয়া ভাট। এবার বলিউডে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরম শিল্পী ও নির্মাতার পরিবারে আরও এক গল্পকার হিসেবে শাহিন ভাট।