জিন কিশোরীর লিঙ্গ পরিবর্তন করেছে দাবি তুলে প্রতারণা!

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১১:৫২:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১১:৫২:৩৫ অপরাহ্ন
দক্ষিণ বাংলাদেশের এক গ্রামের অন্ধ বিশ্বাসকে করে লক্ষ্যণীয় প্রতারণার ঘটনা ধরা পড়েছে। এক পরিবার তাদের ১৫ বছর বয়সী মেয়ের লিঙ্গ পরিবর্তন ও “অলৌকিক খৎনা” দাবির মাধ্যমে গ্রামবাসীকে ঠকিয়ে বিপুল অর্থ আদায় করার অভিযোগে পুলিশ তদন্তে নেমেছে। চিকিৎসক পরীক্ষা ও পুলিশ তদন্তে প্রমাণিত হয়েছে কোন ধরনের লিঙ্গ পরিবর্তন বা খৎনা ঘটেনি; মেয়েটির কোমর ওড়নিতে নকল পুরুষাঙ্গ বাঁধা ছিল। পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ বাংলাদেশে এক গ্রামীণ এলাকায় একটি পরিবার দাবি করেন যে, তাদের কিশোরী মেয়ের ওপর এক জিন (djinn) লিঙ্গ পরিবর্তন করে দিয়েছে এবং তাকে “খৎনা” করা হয়েছে। অত্যাধিক অদ্ভুত দাবির কারণে গ্রামজুড়ে जबরদস্ত হৈচৈ পড়ে এবং বহু লোক চিকিৎসা হওয়া, রোগ মুক্তি, সন্তান লাভ ও পারিবারিক সমস্যা সমাধান আশা করে ওই বাড়িতে ভিড় করতে শুরু করে।

খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের মানুষজন ওই কিশোরীর মাধ্যমে জিনের “মদদ” পেতে তাদের ব্যাংক হিসাব খালি করে দিতে শুরু করেন, কেউ দীর্ঘদিনের অসুখ সারাতে, কেউ সন্তান না হওয়ার দুঃখে, আবার কেউ পারিবারিক কলহ মেটাতে। সময়ে সময়ে এটি একটি লাভজনক প্রতারণার ব্যবসায় পরিণত হয়।

সন্দেহজনক কার্যকলাপে পুলিশ হস্তক্ষেপ করে। কিশোরীকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হয়। স্থানীয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মুর্শেদ জানান, চিকিৎসকরা নিশ্চিত করেন যে মেয়েটির কোমরের কাছে একটি নকল পুরুষাঙ্গ স্থাপন করা ছিল এবং লিঙ্গ পরিবর্তন বা খৎনার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

পুলিশ তথ্য অনুযায়ী, কিশোরী ও তার বাবা-মা এই নাটক সাজিয়ে গ্রামবাসীর ভরসা ভাঙিয়েছেন। ওসি মঞ্জুর মুর্শেদ বলেন, “তারা দাবি করতেন যে, একটি জিন তাদের সহায়তা করছে এবং সেই জিন মানুষের নানা রোগ ও সমস্যার সমাধান করতে পারে। তারা এই অন্ধ বিশ্বাসকে পুঁজি করে অর্থ গ্রহণ করছিলেন।”

পুলিশ জানিয়েছে, প্রতারণা এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই পরিবারে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের বিচার হবে।

বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ে জিনের অস্তিত্ব ও প্রভাবের প্রতি ব্যাপক বিশ্বাস রয়েছে। গ্রামাঞ্চলে বহু লোক চিকিৎসকের বদলে ওঝা বা তান্ত্রিকের শরণাপন্ন হন এবং “অলৌকিক সমাধান”-এর জন্য অর্থ ব্যয় করেন। এই ঘটনা আবারও প্রমাণ করল কীভাবে কুসংস্কার দরিদ্র, অসচেতন মানুষকে সহজেই প্রতারণার শিকার বানাবে।

প্রশাসন গ্রামবাসীদের অন্ধবিশ্বাস থেকে সরে এসে বৈজ্ঞানিক চিকিৎসা ও আইনি পন্থা অনুসরণ করার পরামর্শ দিয়েছে এবং এমন দাবিতে বিশ্বাস না করার আবেদন করেছে। সূত্র: আজকাল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]