নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদলের সভাপতি ফেসবুকে পদত্যাগের চিঠি পোস্ট করার কয়েক ঘণ্টা পরে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। এঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগের চিঠি পোস্ট করে বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
ফেসবুকে পদত্যাগ করা ওই ছাত্রদল সভাপতির নাম বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে একটি লিখিত চিঠি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়।
এরপর বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
জামায়াতে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, কারও কোন প্ররোচনায় তিনি এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছেন এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগের চিঠি পোস্ট করে বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
ফেসবুকে পদত্যাগ করা ওই ছাত্রদল সভাপতির নাম বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে একটি লিখিত চিঠি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়।
এরপর বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।
জামায়াতে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, কারও কোন প্ররোচনায় তিনি এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছেন এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান।