ফেনীতে পৃথক দুই অভিযানে ফেনসিডিলসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৭:২৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৭:২৯:০১ অপরাহ্ন
র‌্যাব-৭, চট্টগ্রাম পৃথকভাবে পরিচালিত মাদক বিরোধী অভিযানে ফেনী সদর থানা এলাকা থেকে ১৩,৫৩০ পিস ইয়াবা ও ৪৫ বোতল ফেনসিডিলসহ ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি ২০২৬ সালে ফেনী সদর থানাধীন বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পরিবহনের তথ্য জানার পর র‌্যাব-৭ দুটি পৃথক চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে র‌্যাব সদস্যরা ফেনী সদর থানাধীন লালপোল ওভারব্রীজের পূর্ব দিকে আমানত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট স্থাপন করে ঢাকামুখী একটি বাস আটক করে। ওই বাসের ভিতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩,৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইসমাইল (৩৮), হেলপার, সিদ্দিকুর রহমানের ছেলে, সদর উপজেলাধীন কাদিরদিয়া, নারায়ণগঞ্জ, মোঃ হুমায়ুন কবির (৩৩), ড্রাইভার, সিরাজুল ইসলামের ছেলে, ধনিজকরা, চৌদ্দগ্রাম, কুমিল্লা, মোঃ রুবেল হোসেন (৩৫), সুপারভাইজার, আব্দুল মান্নানের ছেলে, টামটা, শাহরাস্তি, চাঁদপুর

অভিযোগ অনুযায়ী, তারা কক্সবাজার জেলা হতে ইয়াবা ট্যাবলেট ঢাকামুখে পরিবহন করছিল। র‌্যাব ইয়াবা-সহ ওই বাসটিকে জব্দ করেছে।

এছাড়াও একই দিনে দ্বিতীয় অভিযানে ধর্মপুর সাকিনস্থ স্টার লাইন সিএনজি পাম্পের পাশের পাকা রাস্তার উপর another চেকপোস্ট স্থাপন করে চট্টগ্রামগামী একটি বাস থামে। তল্লাশির সময় বাসে থাকা ২ জনের হেফাজত থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হানিফ (৪৮), ছামাদের ছেলে, দক্ষিণ চারড়পুর, ফেনী সদর, পান্না বেগম (৩৯), নুর ইসলামের মেয়ে, শালুকিয়া, চৌদ্দগ্রাম, কুমিল্লা

র‌্যাব জানায়, উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]