পুণ্ড্র ইউনিভার্সিটিতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.০০ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৭:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৭:১২:৫৬ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.০০ বা তার বেশি পাওয়া বগুড়া জেলার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তাদের ফুল, ক্রেস্ট ও বিশ্ববিদ্যালয়ের স্যুভেনির দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বলেন, জীবনে বড় হতে হলে শুধু মেধা নয়, পরিশ্রমও আবশ্যক।

অনুষ্ঠানে অনলাইনে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) চেয়ারম্যান ও টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, যিনি শিক্ষার্থীদের সময়ের মূল্য বুঝতে ও প্রযুক্তির যথাযথ ব্যবহার বিষয়ে সতর্কতার পরামর্শ দেন। তিনি আরও বলেন যে, পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিওটি সদস্য আয়শা বেগম, এবং স্বাগত বক্তব্য করেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ; সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান।

অনুষ্ঠানে further বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, ও টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান।

উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা (ছাত্র কল্যাণ) ড. ইমতিয়াযুল আলম মাহফুজ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক, কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]