নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে: জামায়াত আমীর

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:৫৪:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:৫৪:১২ অপরাহ্ন
সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যারা দেশকে ভালোবাসে তারা ১২ তারিখ প্রথম ভোট হিসেবে গণভোটে হ্যাঁ দেবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী জেলার পাইলট স্কুলে মাঠে জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পরপরই ভারতীয় ঢলের বন্যায় যখন বিপর্যস্ত  ফেনী-নোয়াখালী, তখন সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছিল জামায়াত। আশ্বস্ত করেন, মানবতার প্রশ্নে সব জনপদের মানুষের পাশে এভাবেই দাঁড়াবে তার দল। বন্যা সঙ্কটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমাধানে উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। সরকার গঠন করলে ফেনীর মানুষ আশাহত হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না। একজন রিকশা চালকের ছেলেও যেন প্রধানমন্ত্রী হতে পারে সেই বাংলাদেশ গড়বে জামায়াত। কওমি মাদ্রাসা দেশের কলিজা-উল্লেখ করে আলেমদের সঙ্গে নিয়েই জামায়াতে ইসলামী দেশ গড়বে বলে জানান ডা. শফিকুর রহমান। 

ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভা শুক্রবার সকাল থেকে শুরু হয়। সকাল ৮টা থেকে জনসভার কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তার আগমন উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ জনসভাস্থলে  উপস্থিত হয়। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]