ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:৪৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:৪৫:১৬ অপরাহ্ন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই ভারতের মাটিতে বড় ধরনের এক স্বীকৃতি অর্জন করেছেন। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে এই সম্মাননা পেয়েছেন। 

কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে জয়ার অভিনয় শৈলী দর্শক ও সমালোচক মহলে ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, যা তাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে।

পুরস্কার জয়ের খবরটি জয়া আহসান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। বছরের প্রথম এই অর্জন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়া বলেন, এমন একটি বড় স্বীকৃতি পেয়ে তিনি সত্যিই কৃতজ্ঞ এবং অভিভূত।

জয়ার মতে, ‘পুতুলনাচের ইতিকথা’ তার অভিনয় জীবনের একটি অত্যন্ত বিশেষ কাজ এবং সেখানে তার অভিনীত চরিত্রটির গভীরতা ও আবেগী প্রকাশ সমালোচকদের নজর কাড়ায় তিনি ভীষণ আনন্দিত। সিনেমায় জয়ার সংবেদনশীল অভিনয়কে অনেকেই বছরের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে অভিহিত করেছেন।

সুমন মুখার্জি পরিচালিত এই সিনেমায় জয়া আহসানের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি। সিনেমার গল্প ও নির্মাণশৈলী দর্শকদের কয়েক দশক আগের প্রেক্ষাপটে নিয়ে যায়, যেখানে প্রতিটি চরিত্রই ছিল অত্যন্ত জটিল ও জীবনঘনিষ্ঠ।

বিশেষ করে জয়ার চরিত্রের মাধ্যমে গ্রামবাংলার এক চিরচেনা কিন্তু শক্তিশালী নারীর রূপ ফুটে উঠেছে। সমালোচকরা মনে করছেন, জয়ার এই বিজয় তার বৈচিত্র্যময় অভিনয়ের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক যুক্ত করল।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে কলকাতার বিনোদন জগতের প্রথিতযশা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং জয়ার এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে। এর আগেও ভারতে একাধিকবার সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেও প্রতিবারই নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে নিজেকে প্রমাণ করে চলেছেন এই অভিনেত্রী। 

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি কেবল ভারতেই নয়, বাংলাদেশেও মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে এবং দর্শকরা জয়ার এই শ্রেষ্ঠত্ব বড় পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]