মোহনপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:২২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:২২:৪৫ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নতুন হলরুমে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, কেন্দ্রে যাতায়াতের রাস্তা, ভোট কেন্দ্রে সীমানা প্রাচীরসহ মাদক, চুরি,ছিনতাই, সুষ্ঠ ভোটের পরিবেশ তৈরী, রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা, মাদক ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করা, কোথাও আগুন ধরলে ততক্ষনাৎ তা নিয়ন্ত্রণ করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা, জরুরি মুহুর্তে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ের আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিখা বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান,আনসার ভিডিপি অফিসার রাজিবুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী মোহনপুর ক্যাম্প ওয়ারেন্ট অফিসার রেজাউল, ডিজিএফআই ফিল্ড অফিসার মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস প্রতিনিধি লিডার আজাদ, রাজশাহী পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মেহেদি হাসান, ধুরইল ইউপি প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , ঘাসিগ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার প্রধান মাওলানা শরিফুল ইসলাম, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]