আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন-৫২, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংপুর, চৈৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মোড় ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান তানোর-গোদাগাড়ী উপজেলাসহ দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
একইদিন বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, "দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।
জনসভায় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, জামায়াত নেতা ও ইউপি সদস্য সেকেন্দার আলী, ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি রমজান আলী, উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা দর্শনাথ দাসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বংপুর, চৈৎপুর, বিল্লিসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মোড় ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান তানোর-গোদাগাড়ী উপজেলাসহ দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। তিনি সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান এবং গণভোটে 'হ্যাঁ' ভোট প্রদানের জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
একইদিন বিকেলে তিনি কলমা মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, "দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করবো।
জনসভায় উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের,পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, জামায়াত নেতা ও ইউপি সদস্য সেকেন্দার আলী, ছাত্রশিবিরের জেলা সাবেক সভাপতি রমজান আলী, উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা দর্শনাথ দাসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।