রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নকল লেবেল ও কোম্পানির প্রভাবিত লোগো ব্যবহার করে ভেজাল ওষুধ মজুদ ও বাজারজাতের অভিযোগে পবা থানার বড়গাছী গ্রামের মোঃ আরিফ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপরদিকে তার সাথে আরও ৩৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার তথ্য প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মোঃ আরিফ আলীকে আটক করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশ তার কাছ থেকে ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (যাতে Emistat 8mg/4ml লেখা লেবেল লেগে ছিল), ২০৩টি কোনো লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (লেবেল NEOPENEM Injection Meropenem USP ১ম), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (যার ওপর Oricef, Ceftriaxone USP ১ম IV লেখা ছিল) অন্তর্ভুক্ত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার গ্রেফতার মোঃ আরিফ আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় ভূমি অফিসের সামনে অবস্থিত মোস্তাফিজুর রহমানের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকালে ওই ফ্ল্যাট থেকে মোঃ আরিফ আলীকে আটক করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশ তার কাছ থেকে ৫৭৫টি ছোট কাচের অ্যাম্পুল (যাতে Emistat 8mg/4ml লেখা লেবেল লেগে ছিল), ২০৩টি কোনো লেবেলবিহীন বাদামি রঙের কাচের অ্যাম্পুল, ২৫টি কাচের অ্যাম্পুল (লেবেল NEOPENEM Injection Meropenem USP ১ম), ৮০০টি লেবেলবিহীন সাদা কাচের অ্যাম্পুল (ডিস্ট্রিলড ওয়াটার ভর্তি) এবং ৫০টি নকল লেবেল (যার ওপর Oricef, Ceftriaxone USP ১ম IV লেখা ছিল) অন্তর্ভুক্ত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার গ্রেফতার মোঃ আরিফ আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।