তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীরা

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৭:২০ অপরাহ্ন
শেরপুরে ‘জামায়াত নেতাকে হত্যা, নারীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের’ প্রতিবাদে বিএনপিকে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে লাল কার্ড প্রদর্শনের আয়োজন করেন তারা। এতে নেতৃত্ব দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় রাজশাহী বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করেই যাচ্ছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি নির্বাচনকে ঘিরে প্রথম খুনের ঘটনাও ঘটিয়েছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।

রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে যে সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড তা নষ্ট করেছে। বিদেশে অবস্থানরত দলের শীর্ষ নেতার ‘নতুন পরিকল্পনা’র ঘোষণার বিপরীতে দেশে পুরনো সহিংস রাজনৈতিক চর্চাই চলমান রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনকে সহিংসতামুক্ত ও নিরাপদ করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]